অক্টোবর ৬: চীনের জাতীয় রেলপথ গ্রুপ কোম্পানি সূত্রে জানা গেছে, আজ (রোববার) দেশের রেলপথ ব্যবহার করবে ১ কোটি ৮৭ লাখ যাত্রী। এজন্য অতিরিক্ত ১৪৩২টি যাত্রীবাহী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
গতকাল (শনিবার) চীনের রেলপথ ১ কোটি ৭৮ লাখ যাত্রী পরিবহন করেছিল। চীনের জাতীয় দিবসের সাত দিনের ছুটি অর্থাত্ ‘সোনালি সপ্তাহের’ পরিবহন শুরু হওয়ার পর থেকে, সারা দেশে রেলযাত্রীর দৈনিক পরিমাণ টানা ছয় দিনে ১.৭ কোটি ছাড়িয়ে গেছে। দেশের সার্বিক পরিবহন খাত নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খল রয়েছে।
(শুয়েই/তৌহিদ/আকাশ)