চীনের উন্নয়নের প্রশংসা এবং অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন বিভিন্ন দেশের নেতা
2024-10-06 16:45:56



অক্টোবর ৬: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ শুভকামনা জানিয়েছেন। তারা বলেছেন, চীনের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের জন্য একটি মডেল। তারা আশা করেন, চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয়ের জয় বাস্তবায়িত হবে।


বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন জিওরগিয়ে ফ্রাদেফ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। বুলগেরিয়া চীনকে অনেক সম্মান করে। চীনের কয়েক হাজার বছরের ইতিহাস ও বর্ণিল সংস্কৃতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীন যে সাফল্য অর্জন করেছে, তা দারুণ চিত্তাকর্ষক।


পাকিস্তানের সংবাদ ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি বলেছেন, পাকিস্তানের জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। চীনের সার্বিক কল্যাণ কামনা করে নানা খাতে চীনের সঙ্গে অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পাক-চীন বন্ধুত্ব আরও মজবুত হবে প্রত্যাশা করে তিনি দু’দেশের বন্ধুত্বের অব্যাহত উন্নতি কামনা করেন। 


এ ছাড়া, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উৎযাপনের জন্য বিশ্বব্যাপী বিদেশে নিযুক্ত চীনা দূতাবাস ও অন্যান্য বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নানা কার্যক্রম আয়োজন করেছে।


রুশ-চীন বন্ধুত্ব সংস্থার উদ্যোগে, সম্প্রতি একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উৎযাপন করা হয়। এতে দু’দেশের শিল্পীরা অসাধারণ পরিবেশনা করেছেন।


রোমানিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের উদ্যোগে জাতীয় দিবসের সংবর্ধনা আয়োজন করা হয়। এতে রোমানিয়ার নেতৃবৃন্দসহ মোট ৬ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)