জাতীয় দিবসের ছুটিতে চীনা বক্স অফিসের আয় ১৭০ কোটি ইউয়ান
2024-10-06 19:54:33

অক্টোবর ৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় দিবসে চীনজুড়ে চলছে সিনেমা দেখার ধুম। সাত দিনের ছুটির পঞ্চম দিনে বক্স অফিসে আয় হয়েছে প্রায় ১৭০ কোটি ইউয়ান (প্রায় ২৪ কোটি ডলার)। রোববার অনলাইন তথ্যসূত্রে জানা গেছে এ খবর।


এই বছর চীনে সায়েন্স ফিকশন থেকে শুরু করে শিশু পাচারবিরোধী নাটক, দেশপ্রেম ও ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির থিমে তৈরি সিনেমাগুলোই ছিল জনপ্রিয়তার শীর্ষে।


চীনের নামকরা পরিচালক ছেন খাইকের সর্বশেষ সিনেমা ‘দ্য ভলান্টিয়ার্স: দ্য ব্যাটল অফ লাইফ অ্যান্ড ডেথ’ শনিবার পর্যন্ত ৬০ কোটি ইউয়ান আয় করে তালিকার শীর্ষে আছে।


ছেনের ট্রিলজি ‘দ্য ভলান্টিয়ার্স’ এর দ্বিতীয় পর্ব এটি। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে মার্কিন আগ্রাসন প্রতিরোধ করে কোরিয়াকে সাহায্য করার যুদ্ধের একটি ঘটনা নিয়ে নির্মিত এ সিনেমা দর্শকদের হৃদয় কেড়েছে।


এ ছাড়া ক্রাইম ড্রামা ‘টাইগার উলফ র্যাবিট’, অ্যাকশন ফিল্ম ‘হাই ফোর্সেস’ এবং জ্যাকি চ্যানের অ্যাকশন-কমেডি ‘পান্ডা প্ল্যান’-ও বক্স অফিসে ভালো আয় করছে।


ফয়সল/শুভ


তথ্য ও ছবি: সিসিটিভি