নর্ড স্ট্রিম ঘটনার তদন্তের রাজনীতিকরণ এড়ানো উচিত: চীন
2024-10-06 17:09:01

অক্টোবর ৬: জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গত শুক্রবার ‘নর্ড স্ট্রিম’ পাইপলাইন ইস্যুতে নিরাপত্তা পরিষদের পর্যালোচনার সময় বলেছিলেন যে, চীন আশা করে সংশ্লিষ্ট দেশগুলো ‘নর্ড স্ট্রিম’ এর প্রধান দল রাশিয়ার সঙ্গে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় সক্রিয় যোগাযোগ ও সহযোগিতা করবে। যাতে তদন্তের রাজনীতিকরণ এড়ানো যায়।

 

কেং শুয়াং বলেন, দুই বছর আগে, ‘নর্ড স্ট্রিম’ পাইপলাইন বিস্ফোরণ হয়, সারা বিশ্ব এতে বিস্মিত হয়েছিল। দুই বছরে আন্তর্জাতিক সমাজ ঘটনার তদন্তের ওপর নিবিড় দৃষ্টি রাখছে। নিরাপত্তা পরিষদ বার বার এ ব্যাপারটি যাচাই করেছে। চীনসহ নিরাপত্তা পরিষদের অনেক সদস্য দেশ বার বার আহ্বান জানিয়েছে যে, ন্যায়সঙ্গত ও পেশাদার তদন্ত করতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো যায়।

কেং শুয়াং বলেন, রাশিয়া এর আগে যে নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের খসড়া বিবৃতি প্রকাশ করেছিল, চীন এতে সমর্থন দেয়। চীন মনে করে, খসড়া প্রস্তাবটি বাস্তব ভিত্তিক, এর বিষয়গুলো ভারসাম্যপূর্ণ। চীন আশা করে বিভিন্ন পক্ষ দ্রুত খসড়ার বিষয়ে ঐকমতে পৌঁছাবে। চীন আশা করে, জার্মানি শিগগিরি সরকারি চ্যানেলে তদন্তের ফলাফল প্রকাশ করবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)