চীনে বাইসাইকেল তৈরি শিল্প ও সংশ্লিষ্ট ক্রীড়া উন্নত হচ্ছে
2024-10-06 17:07:54


অক্টোবর ৬: কিছু উপাত্ত থেকে দেখা যায়, চীনে বাইসাইকেল তৈরি শিল্প ও সংশ্লিষ্ট ক্রীড়া উন্নত হচ্ছে।


নয়া চীন প্রতিষ্ঠার সময় চীনে প্রতি বছর মাত্র সাড়ে ১৫ হাজার বাইসাইকেল তৈরি করা হত। তখন সাইকেল ব্যবহার করা সহজ ব্যাপার ছিল না। 


১৯৫০ সালে ‘ফ্লাইং পিজিয়ন’ ব্র্যান্ডের সাইকেল থিয়ানচিনে তৈরি করা হত। নয় বছর পর, ‘ফিনিক্স’ ব্র্যান্ডের সাইকেল শাংহাইয়ে তৈরি করা হয়। চীনা বাইসাইকেল শিল্প ক্রমশ উন্নত হতে থাকে। 


নতুন যুগে, চীনে প্রতি বছর প্রায় ৭ কোটি বাইসাইকেল তৈরি করা হয়। এর মধ্যে ৫ কোটি বাইসাইকেল রপ্তানি করা হয়। প্রতি বছর এ খাতে বাণিজ্যের পরিমাণ এককভাবে বিশ্বের ৬০ শতাংশেরও বেশি। 


এখন চীন বিশ্বের সবচেয়ে বড় বাইসাইকেল তৈরিকারক দেশই নয়, বরং সবচেয়ে বড় বাইসাইকেল ব্যবহারকারী দেশ। বাইসাইকেল-সংক্রান্ত ক্রীড়াও চীনে দিন দিন জনপ্রিয় হচ্ছে। অধিক থেকে অধিকতর মানুষ সপ্তাহের ছুটির দিনে বাইসাইকেল নিয়ে ভ্রমণ করেন এবং শরীরচর্চা করেন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)