অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের স্যবেই গ্যাস ক্ষেত্র এখন পর্যন্ত ১০০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন করেছে। মঙ্গলবার চীনের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী পেট্রোচায়নার ছিংহাই শাখা এ তথ্য জানিয়েছে।
ছাইতাম অববাহিকার পূর্বে চীনের শক্তি ও খনিজ সম্পদের অন্যতম কেন্দ্র স্যবেই গ্যাস ক্ষেত্রটি চীনের সবচেয়ে উঁচুতে থাকা গ্যাস উৎপাদন এলাকা। এখানে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ছিল অনেকগুলো চ্যালেঞ্জ।
১৯৯৫ সালে পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর স্যবেই গ্যাস ফিল্ড প্রযুক্তিগত আপগ্রেড ও অটোমেশনের মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন বাধা অতিক্রম করেছে।
গ্যাসক্ষেত্রটি টানা ১৫ বছর ধরে ৫০০ কোটি ঘনমিটার করে বাৎসরিক উৎপাদন বজায় রেখেছে। দিনে এখান থেকে উত্তোলন করা হচ্ছে ১ কোটি ৪০ লাখ ঘনমিটার গ্যাস। এখান থেকে গ্যাস যাচ্ছে কানসু, ছিংহাই, নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলসহ উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম চীনের প্রদেশ ও অঞ্চলগুলোয়।
ফয়সল/শান্তা