চীনা বৈদ্যুতিক গাড়ির উপর ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত শুল্ক আরোপের দৃঢ় বিরোধিতা করে চীন: বাণিজ্য মন্ত্রণালয়
2024-10-05 20:12:18


অক্টোবর ৫: গতকাল (শুক্রবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বেইজিংয়ে জানান, চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সিদ্ধান্তের দৃঢ় বিরোধিতা করে চীন।


চীনা মুখপাত্র জানান, এ ব্যাপারে চীনের অবস্থান বরাবরই এক ও সুস্পষ্ট। এ খাতে ইইউ’র অন্যায্য ও অযৌক্তিক সংরক্ষণবাদী আচরণের দৃঢ় বিরোধিতা করে চীন। 


মুখপাত্র জানান, চীনের বৈদ্যুতিক গাড়ি নিজস্ব অব্যাহত উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের সবুজ গণ-পণ্যের উচ্চ মানের সরবরাহ বৃদ্ধিতে কাজ করছে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইইউ’র এ আচরণ গুরুতরভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা লঙ্ঘন করেছে এবং স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক শৃঙ্খলায় ব্যাঘাত ঘটিয়েছে। এতে ইইউ’র সবুজ রূপান্তর প্রক্রিয়া ধীর গতির হবে এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলার অভিন্ন প্রচেষ্টাতেও প্রভাব পড়বে। 


তিনি জানান, চীন আশা করে ইইউ স্পষ্টভাবে বুঝতে পারে যে, শুল্ক আরোপ করে কোনও সমস্যা সমাধান করা যায় না। এতে শুধু ইউরোপে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ ও সহযোগিতা করার আস্থা ও দৃঢ়তা নষ্ট হবে। চীন আশা করে, ইইউ আলোচনার মাধ্যমে বাণিজ্যিক সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসবে। চীনা শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় চীনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)