তাইওয়ানে হংকংয়ের তথাকথিত স্বাধীনতা কার্যক্রমের নিন্দা করেছেন চীনা মুখপাত্র
2024-10-05 22:49:27

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে ‘হংকংয়ের তথাকথিত স্বাধীনতা’ নিয়ে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সমর্থন করার জন্য ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষ এবং কিছু রাজনীতিবিদের সমালোচনা করেছেন মূল ভূখণ্ডের একজন মুখপাত্র। শুক্রবার স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান একটি প্রশ্নের জবাবে বলেছেন, ‘তাইওয়ান ও হংকংয়ের তথাকথিত স্বাধীনতার কথা বলে জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা কখনই সফল হবে না।


তিনি সতর্ক করে আরও বলেন, ডিপিপি এই ধরনের কার্যকলাপের প্রতি যে সহনশীলতা দেখাচ্ছে, তা শুধু রাজনৈতিক কারসাজিই নয়, তাইওয়ানের সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি। 


চু’র মতে, এই প্রশ্রয় অনিবার্যভাবে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং ডিপিপি কর্তৃপক্ষকে তাদের পরিণতি ভোগ করতে হবে।


ফয়সল/শান্তা