নর্ড স্ট্রিম নাশকতার তদন্তে নিরপেক্ষতার আহ্বান জানিয়েছে চীন
2024-10-05 22:51:44

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: নর্ডস্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের তদন্তে রাজনীতিকরণ বন্ধ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। এই বিষয়ে রাশিয়ার সাথে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট দেশসমূহের প্রতিও আহ্বান জানিয়েছেনতিনি। 

শুক্রবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে কেং শুয়াং বলেন, দুই বছর আগে, বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরিত হয়েছিল, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তাকে মারাত্মকভাবে ব্যাহত করেছিল।

তিনি বলেন, বিগত দুই বছরে, আন্তর্জাতিক সম্প্রদায় ঘটনার তদন্তের অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, পরিষদ অনেক আলোচনা করেছে, অনেক কাউন্সিল সদস্য বারবার বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, এবং পেশাদার তদন্তের আহ্বান জানিয়েছে এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়েছে। 

তিনি বলেন, সুইডেন এবং ডেনমার্ক স্বল্প তথ্য তৈরি করার পরেও একের পর এক তাদের তদন্ত সমাপ্ত করার ঘোষণা দিয়েছে, জার্মানির জাতীয় তদন্ত এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসেনি। 

 

কেং বলেন, নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের খসড়া বিবৃতিকে চীন সমর্থন করে এবং কাউন্সিল সদস্যদের মন্তব্যের আলোকে রাশিয়া খসড়াতে যে পরিবর্তন ও সমন্বয় করেছে তাকে স্বাগত জানায়।

কেং বলেন, "প্রথমত, আমরা আশা করি জার্মানি যত তাড়াতাড়ি সম্ভব সরকারী চ্যানেলের মাধ্যমে তদন্তের অগ্রগতি এবং ফলাফল ঘোষণা করবে। দ্বিতীয়ত, আমরা আশা করি সংশ্লিষ্ট দেশগুলো নর্ড স্ট্রিম ঘটনার মূল পক্ষ রাশিয়ার সাথে সক্রিয়ভাবে যোগাযোগ ও সহযোগিতা করবে । তৃতীয়ত, আমরা আশা করি যে কাউন্সিল এই বিষয়ে তার মনোযোগ রাখবে এবং দ্বৈত মানদণ্ডের অবসান ঘটাবে “

শান্তা/ফয়সল