মূল্য প্রতিশ্রুতিসহ বিভিন্ন উপায়ে চীন ও ইউরোপের বৈদ্যুতিক যানবাহন ঝামেলা সমাধান করতে চায় চীন
2024-10-05 18:06:34

অক্টোবর ৫: গতকাল (শুক্রবার) চীনের উত্পাদিত বৈদ্যুতিক যানবাহনের ওপর ইইউ চূড়ান্ত ভর্তুকি-বিরোধী শুল্ক আরোপের বিষয় নিয়ে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল মন্তব্য করেছে।

শুক্রবার ইইউ’র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ইউরোপীয় কমিশনের উত্থাপিত ইইউ বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি-বিরোধী মামলার চূড়ান্ত খসড়ার অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে। এতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্বন্ধে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিলের মুখপাত্র বলেন, চীনের শিল্প ও ব্যবসা মহল চীনের বৈদ্যুতিক গাড়ির বিরুদ্ধে ইইউ-এর ভর্তুকি-বিরোধী মামলায় গভীর মনোযোগ দিচ্ছে, তারা মামলা দায়ের, প্রাথমিক রায় এবং চূড়ান্ত রায়ের সব পর্যায়ে তাদের মতামত প্রকাশ করেছে এবং তাদের মনোভাব ও অবস্থান সবসময় স্পষ্ট।

চীন দৃঢ়ভাবে চীন ও ইউরোপের মধ্যে বৈদ্যুতিক যানবাহন শিল্পে সহযোগিতার জোরালো বিকাশে ইউরোপের উপেক্ষার বিরোধিতা করে।

চীন দৃঢ়ভাবে প্রাসঙ্গিক তথ্য ও তদন্তের নিয়মকে ইউরোপের উপেক্ষা এবং ভুল সিদ্ধান্ত সংশোধন অস্বীকার করারও বিরোধিতা করে।

চীন দৃঢ়ভাবে চীনা বৈদ্যুতিক যানবাহনের উপর ইইউ’র ভর্তুকি-বিরোধী শুল্ক আরোপের বিরোধিতা করে।

বৈদ্যুতিক যানবাহন শিল্পে চীনা কোম্পানিগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে ইউরোপীয় তদন্তে সহযোগিতা করছে, এবং মূল্য প্রতিশ্রুতি ও অন্যান্য উপায়ে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের অধীনে চীন-ইইউ বৈদ্যুতিক যানবাহন অর্থনৈতিক ও বাণিজ্য বিরোধ যথাযথভাবে সমাধান করার আশা করছে। চীন ও ইউরোপের বৈদ্যুতিক যানবাহন শিল্পের মধ্যে গভীর সহযোগিতা ইইউ গ্রাহকদের স্বার্থে, বৈশ্বিক বৈদ্যুতিক যানবাহন শিল্পের উদ্ভাবনী উন্নয়নে অবদান রাখবে এবং জলবায়ু পরিবর্তন ও সবুজ ও কম কার্বনের বৈশ্বিক প্রতিক্রিয়াতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)