চীনা বৈদ্যুতিক গাড়িতে ইইউর শুল্ক: বিরোধিতা করছে সদস্য রাষ্ট্র ও শিল্প নেতারাই
2024-10-05 22:50:35

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বৈদ্যুতিক গাড়ি বা ইভি’র ওপর ভর্তুকিবিরোধী শুল্ক আরোপ করার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বিরোধিতা করছে এর সদস্য রাষ্ট্র ও শিল্প নেতারাই।

এই ব্লকের বৃহত্তম অর্থনীতি এবং প্রধান গাড়ি উৎপাদনকারী জার্মানির প্রত্যাখ্যানের পরও, গত শুক্রবার ইউরোপীয় কমিশন চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দেয়। শুক্রবার, চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চীন বিশ্বাস করে—ব্লকটি একটি অন্যায্য প্রতিযোগিতা শুরু করেছে।

শুল্ক আরোপ সংক্রান্ত ভোটে ১০ ইইউ সদস্য শুল্ক সমর্থন করে এবং পাঁচজন বিপক্ষে ভোট দেয়। ১২ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। এরপরও ইইউ জানায়, তারা তাদের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পেয়েছে।

ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) ব্যবস্থাপনা পরিচালক তানজা গনার শুক্রবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেন, চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ভর্তুকিবিরোধী শুল্ক আরোপের ইইউর সিদ্ধান্তের অর্থ এই নয় যে, চীনের সঙ্গে আলোচনার অবসান হওয়া উচিত।

গনার আরও বলেন, উভয় পক্ষকে আলোচনা চালিয়ে যাওয়ার এবং ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত প্রতিরোধের আহ্বান জানিয়েছে জার্মানির শিল্প-মহল।

গনার বলেন, সম্ভাব্য ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি এড়াতে উভয় পক্ষের তাদের সহযোগিতায় ঝুঁকি ব্যবস্থাপনায় মনোনিবেশ করা উচিত।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুক্রবার একটি সাক্ষাৎকারে এ শুল্কের তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন। তার মতে, এ সিদ্ধান্ত হলো নিজের মধ্যে প্রতিযোগিতা ও বিকাশের সম্ভাবনাকে আটকে দেওয়া।

সাক্ষাৎকারে অরবান সতর্ক করে বলেন, ইইউ চীনের সঙ্গে একটি শীতল  অর্থনৈতিক যুদ্ধে জড়াতে পারে।

অরবান বলেছেন, এ শুল্ক হাঙ্গেরির অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। তিনি বলেন, অর্থনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায় তার দেশ।

ইউরোপীয় কমিশন যোগ করেছে, তারা একটি বিকল্প সমাধান অন্বেষণ করতে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

ফয়সল/শান্তা