থিয়েনচিনে চোখ ধাঁধানো বইয়ের দোকান
2024-10-05 22:40:09

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তরচীনের বন্দরনগরী থিয়েনচিনে চোখ ধাঁধানো বইয়ের দোকান চোংশুকে পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। থিয়েনচিনের ইতালিয়ান স্টাইল এরিয়ায় এই বইয়ের দোকানটি বিশাল আকারের। এর স্থাপত্য ও অন্দরসজ্জা মধ্যযুগের ইতালিয়ান প্রাসাদের আদলে গড়ে তোলা হয়েছে। এই বইয়ের দোকানটি হলো থিয়েনচিনের নগর কাঠামো নতুন ও আধুনিকভাবে গড়ে তোলার ধারাবাহিক কাজের একটি অংশ। জাতীয় দিবসের ছুটিতে এই বইয়ের দোকানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

অদূর ভবিষ্যতে এই বইয়ের দোকানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শান্তা/ফয়সল