জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে রাতের অর্থনীতি
2024-10-05 22:33:22

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের হ্যপেই প্রদেশের একটি প্রাচীন কাউন্টি তামিং। এখানে রয়েছে সমৃদ্ধ ইতিহাস । বিশেষ করে চীনা ক্ল্যাসিক উপন্যাস সিরিজ ‘আউটলজ অফ দ্য মার্শ’ এ একটি বিশিষ্ট স্থান দখল করেছে তামিং। এখানকার অবৈষয়িক সংস্কৃতি যেমন সমৃদ্ধ তেমনি এখানকার প্রাচীন স্থাপনা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। 

ইতিহাস ও সংস্কৃতিকে ব্যবহার করে জমিয়ে তোলা হয়েছে এখানকার পর্যটন ও রাতের অর্থনীতি। 

সরকারী তথ্যে দেখা গেছে , চীনের জাতীয় দিবসের ছুটির প্রথম তিন দিনে  তেমিং কাউন্টি দৈনিক গড়ে তিন লাখের বেশি পর্যটক পরিদর্শন করেছে।

পর্যটকদের জন্য এখানে স্থাপনাগুলোতে অসাধারণ লাইট শোর আয়োজন করা হয়েছে। ঝলমলে  লাইট শোর পাশাপাশি এখানে রয়েছে রাতের বাজারে। সন্ধ্যার পর জমে ওঠা এই বাজারে স্থানীয় ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী, কারুশিল্প ক্রেতা আকর্ষণ করছে দারুণভাবে। সেইসঙ্গে রয়েছে ইন্টারেক্টিভ গেমস এবং লাইভ পারফরম্যান্সের স্টল। 

তামিং স্টোন কার্ভিং মিউজিয়াম ভবন এবং আশপাশের স্থাপনাসহ পুরো এলাকা ঝলমলে আলো দিয়ে সাজানো হয়েছে। ঐতিহ্যবাহী চীনা লাল লণ্ঠন দিয়ে প্রাচীন আবহ তৈরি করা হয়েছে। ‘আউটলজ অব দ্য মার্শ’ চীনা ক্লাসিক সাহিত্য যেখানে সং রাজবংশের(৯৬০-১২৭৯ সাল) দুর্নতি ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ১০৮জন নায়কের অভিযানকে তুলে ধরে। 

এই কাহিনীকে ভিত্তি করে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে পর্যটকদের অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। 

আরও নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ যার ফলে এখানে পর্যটন শিল্প জমজমাট হয়ে উঠেছে। 

শান্তা/ফয়সল