আট মাসে চীনা মুদ্রার আন্তঃসীমান্ত লেনদেন বেড়েছে ২১ শতাংশ
2024-10-05 23:12:43

অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ববাজারে চীনা মুদ্রার উপস্থিতি ক্রমশ শক্তিশালী হচ্ছে। এই বছরের প্রথম আট মাসে আন্তঃসীমান্ত বাণিজ্যে চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র ব্যবহার আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ২১ দশমিক ১ শতাংশ। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি-আগস্টের মধ্যে ক্রস-বর্ডার আরএমবি পেমেন্ট ও প্রাপ্তির পরিমাণ ছিল ৪১ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ান।


প্রতিবেদনে আরও বলা হয়, পরিষেবা বাণিজ্যে আন্তঃসীমান্ত আরএমবি’র ব্যবহার ২২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে।


বিনিয়োগ এবং অর্থায়নের ক্ষেত্রে চীনা মুদ্রার কার্যকারিতার উন্নতিও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এতে জানানো হয়, আগস্টের শেষ নাগাদ, বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ইউয়ান চীনা বন্ড ধরে রেখেছে, যা মোট দেশীয় বন্ডের ২ দশমিক ৭ শতাংশ।


কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তারা আরএমবি’র আন্তঃসীমান্ত ব্যবহারের জন্য মৌলিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উন্নতি ঘটাবে, আর্থিক বাজারকে আরও উন্মুক্ত করবে, আর্থিক অবকাঠামো শক্তিশালী করবে এবং আন্তঃসীমান্ত আরএমবির ওপর নিয়ন্ত্রণ বাড়াবে।


ফয়সল/শান্তা