রাশিয়া ও চীনের সহযোগিতা আরও ন্যায়সঙ্গত বহুমেরু বিশ্ব ব্যবস্থা গঠনে সহায়ক: রুশ পররাষ্ট্রমন্ত্রী
2024-10-04 17:29:05

অক্টোবর ৪: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে রাশিয়া ও চীনের সহযোগিতা আরও ন্যায়সঙ্গত বহুমেরু বিশ্ব ব্যবস্থা গঠনে সহায়তা করবে। গতকাল (বৃহস্পতিবার) চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের জন্য অনুষ্ঠিত আর্কাইভ ফটো প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

লাভরভ বলেন, বিগত ৭৫ বছরে দু’দেশের অব্যাহত চেষ্টায় রাশিয়া-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। চিরস্থায়ী বন্ধুত্ব, কল্যাণমূলক সহযোগিতা, পারস্পরিক সম্মানর চেতনায় দু’পক্ষ যে কোনো সমস্যা সমাধান করতে পারে, যে কোনো বাধা অতিক্রম করতে পারে।

অনুষ্ঠানে রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত চাং হুই বলেন, চীন-রাশিয়া সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, গভীর পরিবর্তনের যুগে চীন-রাশিয়া সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন প্রভাবিত হয় না, দু’দেশ পরস্পরকে সম্মান করে, আন্তরিক আচরণ করে, বড় দেশের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ থাকার দৃষ্টান্ত স্থাপন করেছে। নতুন যুগে দু’দেশ অব্যাহতভাবে নিজের প্রাধান্য প্রদর্শন করবে, স্থিতিশীলভাবে বিভিন্ন সহযোগিতা করবে, বাস্তব কাজের মাধ্যমের দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, চীন-রাশিয়ার নতুন অধ্যায় লিখবে। 

(তুহিনা/হাশিম/স্বর্ণা)