জাতীয় দিবসের ছুটিতে গহনা বিক্রি বেড়েছে চীনে
2024-10-04 16:40:16

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহত্তম সোনার গয়না উৎপাদন ও বাণিজ্যিক হাব শেনচেনে সাত দিনের জাতীয় দিবসের ছুটিতে দেখা গেছে ভোক্তাদের ভিড়। গয়না কেনায় বেড়েছে ব্যয়। কর্মীদের ওভারটাইমের ব্যস্ততায় গয়নার কারখানাগুলোও এখন সরগরম।

এই বছর চীনের জাতীয় দিবসের ছুটি ১ থেকে ৭ অক্টোবর। কেনাকাটা ও বিয়ের জন্য একে বলা হচ্ছে ‘সোনালি সপ্তাহ’।

চীনে ঐতিহ্যগতভাবে বরের পরিবার কনেকে উপহার হিসেবে গয়না দিয়ে থাকে। বিয়ের মৌসুম হওয়ায় এ ছুটিতে গয়নার বিক্রিও বেড়েছে।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনের শুইবেই এলাকাটি বিয়ের গয়না কেনাবেচার জন্য বিখ্যাত। সেখানেও উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম তুলনামূলক বেশি থাকলেও শুইবেইর বিশেষত্ব হলো এখানে গয়না প্রক্রিয়াকরণের খরচ কম। আবার বিপুল সংখ্যক দোকান থাকায় এখানকার গয়নায় বৈচিত্র্যও দেখা যায় বেশি।

পুনর্ব্যবহারযোগ্য স্বর্ণের প্রতি গ্রাম মূল্য প্রায় ৬০০ ইউয়ান বা প্রায় ৮৫ মার্কিন ডলার। তাই রিসাইকেল করা গয়নার বিক্রিও এখানে মন্দ নয়।

জাতীয় দিবসের ছুটিতে এখানকার কারখানাগুলোর কর্মীদের ওভারটাইম কাজ করতেও দেখা গেছে। কিছু প্রতিষ্ঠান বেছে নিয়েছে স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র।

ফয়সল/শান্তা