অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরের শেষ নাগাদ থিয়ানকং মহাকাশ স্টেশনে নতুন ক্রু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। শেনচৌ-১৯ মিশনে নতুন নভোচারীরা কক্ষপথে গেলে ফিরিয়ে আনা হবে শেনচৌ-১৮ মিশনের নভোচারীদের।
এ সপ্তাহে প্রকাশিত এজেন্সির অক্টোবর মিশন পরিকল্পনায় আরও জানানো হয়েছে, এ মাসেই শেনচৌ-১৮ নভোচারীরা তাদের ছয় মাসের মহাকাশ অভিযানের ইতি টানবেন। গত ২৫ এপ্রিল তারা থিয়ানকংয়ে পৌঁছান।
মহাকাশ স্টেশনে আসন্ন পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টেশনের তিন নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং ও লি কুয়াংসু। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপে প্রকাশিত একটি ফুটেজে দেখানো হয়েছে, তারা বলছেন যে নতুন নভোচারীদের জন্য তারা কক্ষগুলো পরিচ্ছন্ন করবেন, তৈরি করবেন বিশেষ খাবার।
ফয়সল/শান্তা