এলো জুজুবির দিন
2024-10-04 16:43:24

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একটি জনপ্রিয় ফল জুজুবি। কুল-বরই ধরনের এ ফলটি সংগ্রহের মৌসুম শুরু হয়েছে । শরৎ-হেমন্তকালীন এই মৌসুমে সংগ্রহ করা হচ্ছে জুজুবি। উত্তর পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের লিংউ সিটির তোংথা টাউনের জুজুবি খামার থেকে ফল সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামবাসী। লিংউর ৬৮,৩০০ মু জমি থেকে ফসল তোলার মৌসুম চলছে এখন।


শান্তা/ফয়সল