অক্টোবর ৪: এশীয় সহযোগিতা সংলাপের নেতাদের তৃতীয় বৈঠক গতকাল (বৃহস্পতিবার) কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপের বর্তমান সভাপতি রাষ্ট্র ইরান ও পরবর্তী সভাপতি রাষ্ট্র থাইল্যান্ডসহ ৩৩টি সদস্য দেশ বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছে। চীনা জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান চু ইয়ং সিন প্রতিনিধিদল নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।
চু ইয়ং সিন বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির গভীর পরিবর্তন হচ্ছে, আমাদের উচিত রাজনৈতিক আস্থা গভীর করা, উন্নয়নের চালিকাশক্তি বৃদ্ধি করা, পারস্পরিক যোগাযোগ জোরদার করা, একসঙ্গে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ এশিয়া এবং এশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা। চীন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করে এশিয়ার আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চায়, একসঙ্গে এশিয়ার সুন্দর ভবিষ্যত তৈরি করতে চায়।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)