চীনের বৈশ্বিক ভূমিকা ও উন্নয়নের প্রশংসা করলেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী
2024-10-04 16:36:36

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল, চীনের দ্রুত উন্নয়নের প্রশংসা করেছেন এবং চীন ও বৈশ্বিক প্রেক্ষাপট উভয় ক্ষেত্রেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরেছেন।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এর সাথে একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, চার্নভিরাকুল বলেন, চীনের উন্নয়নের গতি তাকে মুগ্ধ করেছে। তিনি চীনকে ‘ড্রাগনের দেশ’ হিসেবে উল্লেখ করে বলেন, বেল্ট অ্যান্ড রোডের মতো উদ্যোগগুলো কেবল বাণিজ্যিক ও অবকাঠামো ক্ষেত্রেই নয়, চিন্তার পথকেও পরিবর্তন করেছে যা এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অন্তহীন সুযোগের দ্বার উন্মোচন করেছে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের ভূমিকার প্রশংসাও করেন তিনি। তিনি আস্থা প্রকাশ করেন যে, থাইল্যান্ড ও চীনের মধ্যে শক্তিশালী সম্পর্ক ক্রমাগত উন্নতি করবে এবং পারস্পরিক সমর্থন ও বোঝাপড়ার মাধ্যমে টেকসই সুফল বয়ে আনবে।

শান্তা/ফয়সল