অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার দলগুলোকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি তাই পিং।
সোমালিয়া সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে বৃহস্পতিবার তাই পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, সোমালিয়া জাতীয় পুনর্গঠন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে এবং জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন (এ ইউ) এর মিশনগুলো একটি গুরুত্বপূর্ণ ট্রান্সজিশন পর্বে প্রবেশ করেছে।
তিনি তিনটি বিষয়ের ওপর জোর দেন- রাজনৈতিক স্থিতিশীলতার সার্বিক পরিস্থিতি বজায় রাখা; নিরাপত্তা পরিবর্তনের ভিত্তি শক্তিশালীকরণ; এবং সুশৃঙ্খলভাবে ইউএনএসওএম (সোমালিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন) অগ্রসর হওয়া।
তাই পিং বলেন জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে সন্ত্রাসবাদ দ্বারা সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি প্রতিফলিত হয়েছে। চীন সন্ত্রাসবাদ মোকাবেলায় সোমালিয়া সরকারের প্রচেষ্টাকে পুরোপুরি স্বীকৃতি দেয় এবং সোমালিয়ার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য আরও সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।
শান্তা/ফয়সল