অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌ সিটি পার্ল নদীর মোহনায় অবস্থিত। কুয়াংচৌ সিটি এবং তোংকুয়ান সিটির মধ্যকার শিজিইয়াং চ্যানেলের উপর যাতায়াতের জন্য নির্মাণ করা হয়েছে নানশা ব্রিজ।
সবমিলিয়ে সুন্দর দৃশ্যের সূচনা হয়েছে এখানে। কুয়াংচৌ সিটি, পার্ল নদীর তীরের বিভিন্ন স্থাপনা এবং এখানকার ল্যান্ডস্কেপ দেখতে পর্যটকরাও আসছেন।
চাঙা হচ্ছে পর্যটন শিল্প।
শান্তা/ফয়সল