বুড়িগঙ্গা নদীর ‘ডিঙ্গি নৌকা’
2024-10-04 16:03:24

২০ সেপ্টেম্বরের ছবি। বাংলাদেশের রাজধানী ঢাকা। ছবিতে বুড়িগঙ্গা নদীর তীরে মুরিংগুলোর চারপাশে কাঠের নৌকার বহর দেখা যাচ্ছে। এই নদীটি একটি অত্যাবশ্যকীয় পরিবহন ধমনী, যা পণ্য ও মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়। ঢাকার এসব নৌকা ‘ডিঙ্গি’ নামে পরিচিত। দক্ষ মাঝি এ নৌকায় শ্রমিক, পণ্য ও পর্যটক পারাপার করে। (অনুপমা/আলিম)