গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তর্জাতিক নেতৃবৃন্দের শুভেচ্ছা ,শুভকামনা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
2024-10-04 16:41:28

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতিসংঘের মহাসচিব, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ বিশ্বনেতৃবৃন্দ সম্প্রতি  চীনের প্রেসিডেন্ট এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংকে  অভিনন্দন বার্তা বা চিঠি পাঠিয়েছেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট সিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চীনকে তার উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেছেন, জাতিসংঘ এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি চীনা জনগণের সঙ্গে উদযাপন করতে ইচ্ছুক।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য ইতিবাচক গতি বজায় রাখতে, ইউরোপ-চীন সংলাপের প্রচার, অভিন্ন স্বার্থ অনুসন্ধান, বিশ্ব শান্তিকে এগিয়ে নিতে এবং জলবায়ু পরিবর্তনের মতো বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবেলা করতে ইচ্ছুক।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা সিরিল রামাফোসা বলেছেন, তার দেশ সর্বস্তরে সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ এবং বিশ্ব মঞ্চে অগ্রণী ভূমিকা পালনে চীনকে সমর্থন করে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও চীনের মধ্যে বন্ধুত্ব সময়ের পরীক্ষায় টিকে আছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন গতি আনার জন্য পোল্যান্ড চীনের সাথে উচ্চ পর্যায়ের আদান-প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার বলেছেন, মালয়েশিয়া অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য চীনের সাথে ঐক্যবদ্ধ হতে এবং সহযোগিতা করতে ইচ্ছুক।

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন বলেছেন, থাইল্যান্ড বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারী সহযোগিতার প্রচার, উভয় জনগণের স্বার্থকে আরও ভালভাবে পরিবেশন করতে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদান রাখতে চীনের সাথে কাজ করতে ইচ্ছুক।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, চীন অবশ্যই চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জন করবে।

প্রেসিডেন্ট সি চিনপিংকে আরও শুভেচ্ছা ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ;মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ; নেপালি রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল;শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক; অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেন; নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন; ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচসহ শতাধিক দেশ ও প্রতিষ্ঠানের নেতা।

শান্তা/ফয়সল