চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বিশ্বের জন্য দৃষ্টান্ত: পাক প্রধানমন্ত্রী
2024-10-03 20:08:43

অক্টোবর ৩: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, চীনের আধুনিকায়ন অসামান্য অগ্রগতি অর্জন করেছে, যা পাকিস্তানসহ অনেক দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকাল (বুধবার) অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শরীফ বলেন, বর্তমান বিশ্বের বড় পরিবর্তনের প্রেক্ষাপটে চীনের উত্থাপিত বিশ্ব উদ্যোগগুলো শান্তি উন্নয়ন ও জনগণের বোঝাপড়া প্রচার করেছে। সম্প্রতি চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনের ১৪টি পার্টি বেইজিংয়ে আলোচনা করেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তিপূর্ণ উন্নয়নে চীনের ইতিবাচক ভূমিকা সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক আন্তর্জাতিক অস্থিরতার পরীক্ষা পাস করে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। দু’দেশ সবসময় পরস্পরকে বোঝে, সমর্থন করে ও আস্থায় নেয়, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয় করে, একসঙ্গে আঞ্চলিক বৈশ্বিক শান্তি শক্তির উন্নয়নে সহযোগিতা করে।

তিনি বলেন, পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরের প্রতিষ্ঠা পাকিস্তানের যোগাযোগ ও পরিবহনের সমস্যা সমাধান করেছে, পাকিস্তানের শিল্প উন্নয়ন ত্বরান্বিত করেছে। এখন পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরের উন্নয়ন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। পাকিস্তান চীনের সঙ্গে কৃষি, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে চায়। তিনিও অর্থনীতি, অর্থ ইত্যাদি ক্ষেত্রে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান, এবং আশা করে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানের উন্নয়ন ত্বরান্বিত করবে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)