অক্টোবর ২: চীনের অর্থ মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার জানা গেছে, চলতি বছরের প্রথম আট মাসে, দেশব্যাপী রাষ্ট্রীয় মালিকানাধীন এবং রাষ্ট্র-নিয়ন্ত্রিত উদ্যোগগুলোরর মোট পরিচালন আয় ছিল ৫৩.৮১২২৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ১.৪% বেশি।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, এই বছরের প্রথম আট মাসে, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর মোট মুনাফা ছিল ২.৮৮৩৬৮ বিলিয়ন ইউয়ান। যা গত বছরের তুলনায় ২.১% কম হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলো ছিল ৩.৯২২৫৬ বিলিয়ন ইউয়ান। যা গত বছরের তুলনায় ০.৭% বৃদ্ধি পেয়েছে। আগস্টের শেষ পর্যন্ত, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সম্পদ-দায় অনুপাত ছিল ৬৪.৯%।
(স্বর্ণা/হাশিম/লিলি)