মন কেড়ে নিচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী
2024-10-03 17:18:38

অক্টোবর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে জাতীয় দিবসের ছুটিতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন বেইজিংয়ে চায়না ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ মিউজিয়ামে। চীনের ঐতিহ্যবাহী অবৈষয়িক সংস্কৃতির এক দুর্দান্ত প্রদর্শনী চলছে এখানে। বছরব্যাপী এই প্রদর্শনীতে দর্শকদের মন কেড়ে নিচ্ছে ড্রাগন নাচ, সিংহ নাচসহ বিভিন্ন সংস্কৃতির পরিবেশনা।

একশটিরও বেশি অবৈষয়িক সংস্কৃতি এখানে প্রদর্শিত হচ্ছে যার মধ্যে অনেকগুলো ইউনেসকোর তালিকাতে রয়েছে। নকশী কাজ, কাঠ খোদাইসহ কারুশিল্পের ছয়শ’র বেশি নমুনা দর্শকদের মুগ্ধ করেছে।

প্রদর্শনী কক্ষে ড্রাগন ও ফিনিক্স আকারের বিশাল ঘুড়ি আর ছোট বড় একশ বিচিত্র ঘুড়ি ওয়েইফাং সিটির ঘুড়ির ঐতিহ্যকে তুলে ধরছে।

পেপার কাটিং,কৃত্রিম ফুল, লণ্ঠন, ডোহ মডেলিং, সিল্ক এমব্রয়ডারি, পেইন্টিং, বাঁশ, কাঠ, কাপড়, মিনিয়েচার শিল্প, পাখা, টুপি, ছাতাসহ নানা রকম কারুশিল্প এখানে দর্শকদের মন কেড়ে নিচ্ছে।

ইউনেসকোতে চীনের যোগদানের ২০তম বার্ষিকীও পালিত হচ্ছে এ বছর।

এখন পর্যন্ত, চীনের নানচিং ইউনচিন  বুনন কৌশল এবং পিকিং অপেরা সহ মোট ৪৩টি প্রকল্প রয়েছে, যা ইউনেস্কোর অবৈষয়িক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে চীন।

চীনে জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে সাতদিনের ছুটি চলছে।

শান্তা/মিম