অক্টোবর ৩, সিএমজি বাংলা ডেস্ক: লেবানন-ইসরায়েল পরিস্থিতিতে সংকট কমাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
লেবানিজ-ইসরায়েল পরিস্থিতি নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে ফু ছোং বলেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের প্রাথমিক দায়িত্ব রয়েছে।"
ফু বলেন, বর্তমান পরিস্থিতিতে, নিরাপত্তা পরিষদকে অবশ্যই জরুরি পদক্ষেপ নিতে হবে এবং স্পষ্ট ও দ্ব্যর্থহীন দাবি করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে; সহিংসতার চক্র বন্ধ করতে লেবানিজ-ইসরায়েল পরিস্থিতির অবনতি ঠেকাতে অগ্রসর হতে হবে; যুদ্ধের বিস্তার রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসতে হবে।
ফু উল্লেখ করেছেন যে সংঘাত একটি নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে, গাজা "পৃথিবীতে নরকে পরিণত হয়েছে।" এর ফলে লেবাননে বেসামরিক স্থাপনার ব্যাপক ধ্বংস, হাজার হাজার হতাহত এবং এক মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।
আন্তর্জাতিক মানবিক আইনের রেডলাইনকে সম্মান করতে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংঘাতের সব পক্ষকে আহ্বান জানিয়েছেন চীনা প্রতিনিধি।
শান্তা/মিম