ইরানের ফ্লাইট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে
2024-10-03 19:35:00

অক্টোবর ৩: ইরানের ফ্লাইটগুলো আজ বৃহস্পতিবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দেশটির বেতার ও টেলিভিশনের একটি প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র আজ বৃহস্পতিবার বলেছেন যে, যদি অনুকূল এবং নিরাপদ ফ্লাইট পরিস্থিতি নিশ্চিত করা যায় এবং বিধিনিষেধমূলক ব্যবস্থা শেষ হয় এয়ারলাইনগুলোকে আজ বিকাল ৫টার পরে ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়া হবে।

প্রতিবেদনে ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের বিমানবন্দরের দায়িত্বে থাকা ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এয়ারলাইনগুলোকে আজ বিকাল ৫টার পর ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ইরানের একটি এয়ারলাইন্স রাত ৮টায় তেহরান ও বিরজান্দের মধ্যে রুট খুলে দিয়েছে।

এর আগে, ইরানের বেসামরিক বিমন চলাচল সংস্থার একজন মুখপাত্র ১ অক্টোবর সন্ধ্যায় ঘোষণা করেন যে, এই অঞ্চলের পরিস্থিতি এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইরানের সমস্ত ফ্লাইট ২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত বাতিল করা হয়। ২ তারিখে, ইরান তার আকাশসীমা বন্ধের সময় ৩ তারিখের ৫টা পর্যন্ত বাড়ায়।

(স্বর্ণা/হাশিম/লিলি)