ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় ব্যবস্থা গ্রহণের আহ্বান চীনের
2024-10-03 17:21:36

অক্টোবর ৩, সিএমজি বাংলা ডেস্ক: জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সু ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবার জেনেভায় জাতিসংঘের কার্যালয় এবং সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সু জাতিসংঘের ৫৭তম অধিবেশনের ফিলিস্তিন এবং অন্যান্য অধিকৃত আরব অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির উপর নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের সাধারণ বিতর্কে বলেন, চীন অধিকৃত ফিলিস্তিনি ও অন্যান্য আরব অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির প্রতি গভীর মনোযোগ দিচ্ছে।

ছেন সু বলেন, চীন অবিলম্বে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে  এমন যেকোনো পদক্ষেপের অবসান ও গাজায় মানবিক  কার্যকর ত্রাণের আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, চীন মনে করে,  আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকভাবে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা উচিত, একটি সুনির্দিষ্ট সময়সূচী এবং একটি রোড ম্যাপ তৈরি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব জাতিসংঘের নেতৃত্বে সংগঠিত আরও ব্যাপক, কর্তৃত্বপূর্ণ এবং কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করা উচিত।

ছেন বলেন, চীন চায় দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন, যাতে প্যালেস্টাইন সমস্যার একটি ব্যাপক, ন্যায্য এবং দীর্ঘস্থায়ী মীমাংসার প্রচার করা যায়।

এই লক্ষ্যে অবিরাম প্রচেষ্টা চালানোর জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান ছেন সু।

শান্তা/ফয়সল