অক্টোবর ৩, সিএমজি বাংলা ডেস্ক: সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের দাতাং বাসু বায়ু বিদ্যুৎ প্রকল্পের সমস্ত টারবাইন স্থাপনের কাজ সম্পন্ন করেছে চীন। বুধবার সম্পন্ন হওয়া এ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি এখন বিশ্বের সবচেয়ে উঁচুতে স্থাপিত বায়ু বিদ্যুৎ প্রকল্প।
ছয় মাসের প্রচেষ্টায় প্রকল্পটিতে ২০টি বায়ু টারবাইনের সম্পূর্ণ ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। এ বায়ু বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর ২০টি ইউনিটের প্রতিটি পাঁচ মেগাওয়াট করে বিদ্যুৎ তৈরি করবে। এর মধ্যে একটি ইউনিট বসানো হয়েছে ৫ হাজার ২০০ মিটার উঁচুতে, যা একটি নতুন বিশ্ব রেকর্ড।
এই বছরের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পটি অক্টোবরের শেষ নাগাদ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। প্রকল্পটি শীতকালের চাহিদার সময় জলবিদ্যুৎ ও সৌরশক্তির ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
কাজ পুরোপুরি শেষ হলে এ প্রকল্প বছরে ২২ কোটি ৩০ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে জানান ডাটা বাসু উইন্ড পাওয়ার প্রজেক্টের মহাব্যবস্থাপক ওয়াং হংলাং। এর ফলে ৭৩ হাজার ১০০ টন কয়লা সাশ্রয় হবে এবং বায়ুমণ্ডলে ১ লাখ ৮২ হাজার ৮০০ টন কার্বন ডাই অক্সাইড কম নিঃসৃত হবে বলেও জানান তিনি। সেইসঙ্গে এ প্রকল্প ৫৭০০ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাবে বলেও আশা করছেন ওয়াং।
ফয়সল/শান্তা