অক্টোবর ৩, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরোধিতাও করে দেশটি। এ সংঘাতের বিস্তার যেন না বাড়ে সেটার প্রতিও বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ কথা।
তিনি বলেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোকে পরিস্থিতির আরও খারাপের দিকে যেন না যায়, সে জন্য গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, চীন বিশ্বাস করে, গাজায় যুদ্ধবিরতি অর্জনে ব্যর্থতাই মধ্যপ্রাচ্যে এই গোলযোগের মূল কারণ। তাই সকল পক্ষের উচিত যত তাড়াতাড়ি সম্ভব গাজায় একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা।
অন্যদিকে, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত রোধ করার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এটাকে অবশ্যই থামাতে হবে।
ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত বৈঠক করবে বলে জানা গেছে।
চীনের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের দেশও অবিলম্বে এ সংঘাত বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
ফয়সল/শান্তা