বাংলাদেশে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করলো চীনা কোম্পানি
2024-10-03 17:24:33


অক্টোবর ০৩, সিএমজি বাংলা, ঢাকা: বাংলাদেশের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে কলেজ শিক্ষার্থীদের মধ্যে কলেজ ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে চীনা কোম্পানি পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও লাকিডার ইন্টারন্যাশনাল লিমিটেড।

 

বৃহস্পতিবার সকাল ১০টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অবস্থিত ‘ধর্মরাজিক হাইস্কুল অ্যান্ড কলেজ’ এ ভর্তি হওয়া একশোজন শিক্ষার্থীকে কলেজ ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছাই ছুনলেই, লাকিডার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়িন ফিংছিং, লিচিয়া ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড ইন্সটলেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চাং ছিংবিন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রেসিডেন্ট বুদ্ধপ্রিয় মহাথেরসহ স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।

 

নতুন ড্রেস পেয়ে আনন্দিত কলেজটির শিক্ষার্থীরা সিএমজি বাংলাকে জানালেন তাদের উচ্ছ্বাসের কথা।

 

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত বাণিজ্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমি ছোট থেকেই এই স্কুলে পড়েছি। ছোট থেকেই দেখছি চীনা কোম্পানি পান্ডা সুজ প্রতিবছর বিভিন্ন শিক্ষা উপকরণ দিচ্ছে। এবার তারা কলেজ ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ দিয়েছে। এসব পেয়ে আমরা খুবই আনন্দিত। আশা করছি চীন বাংলাদেশের এমন সম্পর্ক সব সময় অব্যাহত থাকবে।

 

বাংলাদেশে উন্নতমানের জুতা প্রস্তুত করছে পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০১৬ সাল থেকে এ কোম্পানিটি ধর্মরাজিকা এতিমখানার ২৬০ জন শিশু-কিশোরের পাশাপাশি সব মিলিয়ে ৩০০ জনের জন্য প্রতি মাসে খাবার তহবিল বরাদ্দ দিয়ে আসছে। পাশাপাশি প্রতিবছর ধর্মরাজিকা হাইস্কুলের ৭৫০ জন শিক্ষার্থীকে স্কুলড্রেস এবং জুতা সরবরাহ করছে।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রেসিডেন্ট বুদ্ধপ্রিয় মহাথের বলেন, “১৯৭২ সালে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়। চলতি বছর স্কুলটিকে কলেজে উন্নীত করা হয়েছে। গত কয়েক বছর থেকে চীনা কোম্পানি পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আমরা বিভিন্ন সহায়তা পেয়ে আসছি। বিশেষ করে তারা প্রতি মাসে অনাথ আশ্রমের জন্য নগদ অর্থ ও খাদ্য দিয়ে আসছে।  তারা সব সময় আমাদের বিভিন্ন সহযোগিতা করেন। প্রতি বছর স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক-জুতা ইত্যাদি দিয়ে যাচ্ছেন। আজকে দীর্ঘদিন থেকে চীন-বাংলাদেশের মধ্যে ভালো বন্ধুত্ব বিদ্যমান রয়েছে। এমন বন্ধুত্ব আজীবন থাকুক।”

 

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভালো প্রতিবেশী। চীনা জনগণ এবং বাংলাদেশিরা ঘনিষ্ঠ বন্ধু যারা সবসময় একে অপরকে সাহায্য করে এবং সমর্থন করে উল্লেখ করে পান্ডা সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছাই ছুনলেই বলেন, “আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্প্রতি কলেজ স্তরে উন্নীত হয়েছে।  এই অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন। আমরা একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে খুব খুশি। আজকে কলেজ শিক্ষার্থীদের জন্য ১০০ সেট কলেজ ইউনিফর্ম, শিক্ষা উপকরণ দিয়েছি। আশা করি আপনারা সবাই উপযোগী শিক্ষা গ্রহণ করে দেশ ও বিশ্বের জন্য অবদান রাখতে যথাসাধ্য চেষ্টা করবেন।”

 

ঢাকার সবুজবাগে ৪ দশমিক ৫ একর জায়গাজুড়ে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। এ বিহারের নান্দনিক পরিবেশে অবস্থিত ধর্মরাজিকা হাইস্কুল অ্যান্ড কলেজ। বর্তমানে স্কুলটিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের ছেলে-মেয়ে শিশু শ্রেণী থেকে  এইচ. এস. সি পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই তৃতীয়াংশ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত  অঞ্চলের। তারা অত্র প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলে থেকে বিনা খরচে লেখা পড়া করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের গরীব অসহায়, এতিম ও দুঃস্থ শিশুদের সুশিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চায়না মিডিয়া গ্রুপ