জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে চীনে বিভিন্ন অঞ্চলে যাত্রীসংখ্যা ৩৩০ মিলিয়ন
2024-10-02 19:25:30

অক্টোবর ২: ১ অক্টোবরে চীনে আন্তঃআঞ্চলিক যাত্রীদের যাতায়াতের সংখ্যা ছিল ৩৩১.২৬৮ মিলিয়ন, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ০.৯% বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার চীনের পরিবহন মন্ত্রণালয় থেকে এ খবর পাওয়া গেছে।

বিশেষত, রেলওয়ে যাত্রীর পরিমাণ ছিল ২১.৪৪৮ মিলিয়ন, ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৬.৭% বৃদ্ধি পেয়েছে। জলপথ যাত্রীর পরিমাণ ১.০৯৭ মিলিয়ন, গত বছরের একই সময়ের তুলনায় ৪৯.৭% বৃদ্ধি পেয়েছে। বিমান চলাচল যাত্রীর সংখ্যা ২.৩৮৪ মিলিয়ন, গত বছরের তুলনায় ১১.৬% বৃদ্ধি পেয়েছে।

হাইওয়ে মানুষের চলাচলের সংখ্যা ছিল ৩০৬.৩৪ মিলিয়ন, গত বছরের একই সময়ের তুলনায় তা ০.৩% বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে, এক্সপ্রেসওয়ে এবং সাধারণ জাতীয় ও প্রাদেশিক মহাসড়কে অ-বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ট্রিপের সংখ্যা ছিল ২৬৬.০৮ মিলিয়ন, ২০২৩ সালের একই সময়ের তুলনায় ০.১% বেড়েছে।

পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির মতে, ২ অক্টোবর জাতীয় দিবসের ছুটির দ্বিতীয় দিনে মানুষের ক্রস-আঞ্চলিক প্রবাহ উচ্চ স্তরে চলতে থাকে।

(স্বর্ণা/হাশিম/লিলি)