অক্টোবর ২, সিএমজি বাংলা ডেস্ক: বিস্তৃত প্রান্তর ভরা ফুল। ল্যাভেন্ডার ফুল। ছড়িয়ে পড়ছে মৃদু সৌরভ। দৃষ্টিনন্দন রঙে মুগ্ধ পর্যটকরা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের ইলি কাজাক অটোনোমাস প্রিফেকচারের ইয়িনিং সিটির থিয়ানশান হুয়াহাই জাতীয় আধুনিক কৃষি শিল্প পার্ক। ৬০ হাজার মু বা ৪০০০ হেক্টর জমি নিয়ে গড়ে তোলা হয়েছে এই কৃষি শিল্প পার্ক। আধুনিক এই কৃষি শিল্প পার্কের লক্ষ্য কৃষি ও বনায়ন, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, এবং অবসর ভ্রমণের মতো বিভিন্ন শিল্প বিকাশ করা।
এখানে তাজা ফুল, শুকনো ফুল ফুলজাতপণ্য তৈরি ও প্রক্রিয়াজাতকরণ হয়। পাশাপাশি পর্যটনেও বড় ভূমিকা রাখছে পার্কটি। কারণ ল্যাভেন্ডার ফুলের শোভা দেখতে এখানে আসেন অনেক পর্যটক। শরৎ-হেমন্তকাল ল্যাভেন্ডার ফুলের ভরা মৌসুম। আর এ সময়েই জমে উঠেছে এই কৃষি শিল্প পার্ক।
শান্তা/শুভ