অক্টোবর ২, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব ইন্টারনেট কনফারেন্স ২০২৪ এর উচেন শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে আলোচনা কেন্দ্রীভূত হবে বলে সম্প্রতি এর অয়োজকরা জানিয়েছেন।নভেম্বরে এই ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সামিট গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সমন্বিত ডিজিটাল এবং সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং এআই প্রযুক্তিগত উদ্ভাবন এবং শাসনের মতো বিষয়গুলোর উপর ২০টিরও বেশি সাব-ফোরাম অনুষ্ঠিত হবে।
ডব্লিউ আইসি শীর্ষ সম্মেলনের সময় এআই এর উপর একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে, আয়োজকরা জানিয়েছেন।
এই বছরের ইভেন্টে ডব্লিউ আইসি বিশিষ্ট অবদান পুরষ্কারসহ নতুন ক্রিয়াকলাপগুলোও দেখানো হবে, যা বিশ্বব্যাপী ইন্টারনেট সেক্টর এবং প্রাসঙ্গিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন ব্যক্তি এবং উদ্যোগকে সম্মানিত করবে।
১৯ থেকে ২২নভেম্বর পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উচেনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শান্তা/শুভ