চীনে বিমান ডিজাইন প্রতিযোগিতা শুরু
2024-10-02 16:18:55

অক্টোবর ০২, সিএমজি বাংলা ডেস্ক:  উত্তর চীনের হ্যপেই প্রদেশের তিংচৌ শহরে শুরু হয়েছে ‘চায়না ইউনিভার্সিটি এয়ারক্রাফট ডিজাইন প্রতিযোগিতা-২০২৪।’

প্রতিযোগিতায় ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ২ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতিটি দল তাদের বিমানকে স্বতন্ত্রভাবে ডিজাইন ও নির্মাণ করেছে। এই বিমানগুলোর কার্যকারিতা নিরূপণের জন্য একটি স্কেল মডেল উড্ডয়ন পরীক্ষা আয়োজন করা হয়েছে। এই পরীক্ষায় বিমানগুলোর বিভিন্ন কার্যকরী দিক যেমন উড্ডয়ন, অবতরণ, এবং বায়ুতে স্থির থাকার ক্ষমতা পরীক্ষা করা হবে।

চীনের সোসাইটি অব এরোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিকসের আয়োজনে প্রতিযোগিতা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

শুভ/শান্তা