জাতীয় দিবসে ছুটির প্রথম দিনেই বক্স অফিসের আয় ৫০০ মিলিয়ন ইউয়ান
2024-10-02 16:16:03

অক্টোবর ০২, সিএমজি বাংলা ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উপভোগ করছেন দেশটির নাগরিকরা। ছুটির প্রথম দিনেই সিনেমা হলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

প্রথম দিনেই বক্স অফিসের আয় ৫০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। এক অনলাইন ডাটায় এসব তথ্য জানা গেছে।

অনলাইন ডাটায় দেখা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যেই বক্স অফিসের আয় ৩৭৪ মিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। দেশজুড়ে বিভিন্ন সিনেমা হলে মোট ৪ লক্ষ ৬৪ হাজার বার চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

এই সময়ে দেশটির সিনেমা হলগুলোতে ফ্যান্টাসি, অ্যাকশন, অ্যানিমেশন এবং দেশাত্মবোধক ঘরানার চলচ্চিত্র দেখানো হয়েছে।

বেইজিংয়ের একটি সিনেমা হলের ব্যবস্থাপক শেন থাও বলেন, ‘আমাদের প্রত্যাশার চেয়ে বেশি প্রিসেল হয়েছে। আজ আমাদের আধুনিক আইম্যাক্স প্রযুক্তির সিনেমা হলগুলোতে গড়ে ৪০ থেকে ৫০ শতাংশ আসন পূরণ হয়ে গেছে।

শুভ/শান্তা