ইসরায়েলকে প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
2024-10-02 16:58:38

অক্টোবর ২: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আজ বুধবার  সকালে সামাজিক গণমাধ্যমে পোস্ট করা একটি বার্তায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

আরাগচি বলেছেন যে, ইরান গত দুই মাসে ব্যাপক সংযম বজায় রেখেছে এবং গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা জিইয়ে রাখার পর জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে ইরান ‘আত্মরক্ষার অনুশীলন’ করেছে। আরাগচি জোর দিয়েছেন যে, ইসরাইল আরও প্রতিশোধমূলক পদক্ষেপ না নিলে সামরিক অভিযান শেষ হয়েছে। ইসরায়েল যদি প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, ইরানের প্রতিক্রিয়া আরও ‘সহিংস এবং শক্তিশালী’ হবে বলে সতর্ক করেন তিনি।

(স্বর্ণা/হাশিম/লিলি)