যে কোনো মূল্যে লেবাননে সর্বাত্মক যুদ্ধ প্রতিরোধ করতে হবে: জাতিসংঘ
2024-10-02 16:14:15

অক্টোবর ২, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যেকোনো মূল্যে লেবাননে সর্বাত্মক যুদ্ধ এড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার তার মুখপাত্র একথা বলেন।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস ইসরায়েল-লেবানন সংঘর্ষের ক্রমবর্ধমান সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।

ইরান মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলে কমপক্ষে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরফলে  মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।  ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

দুজারিক বলেন, "সেক্রেটারি-জেনারেল লেবাননে সংঘাতের ক্রমবর্ধমান চাপ নিয়ে তার চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছেন। একটি সর্বাত্মক যুদ্ধ অবশ্যই যেকোনো মূল্যে এড়ানো উচিত এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।”

বিবৃতিতে বলা হয়েছে যে এর আগে মঙ্গলবার সকালে, জাতিসংঘের প্রধান লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে কথা বলেছেন, পরবর্তীতে জানিয়েছেন যে লেবাননে জাতিসংঘের সমগ্র ব্যবস্থাকে দেশের সকল প্রয়োজনে সহায়তা করার জন্য একত্রিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের প্রধান তার যোগাযোগ অব্যাহত রাখবেন, এবং স্থলভাগে তার প্রতিনিধিরাও পরিস্থিতি নিরসনের জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, লেবাননের রাজধানী বৈরুতের জনাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার পর মঙ্গলবার দু'জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েল সম্প্রতি হিজবুল্লাহর কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে বৈরুত ও এর উপকণ্ঠে তাদের হামলা জোরদার করেছে।

শান্তা/শুভ