অক্টোবর ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দ্বীপপ্রদেশ হাইনানের হাইখোওতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে হাইনান অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী কেন্দ্র(হাইনান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এক্সিবিশন সেন্টার)। সোমবার কেন্দ্রটিতে পরীক্ষামূলক প্রদর্শনী শুরু হয়েছে। একমাস ধরে এই প্রদর্শনী চলবে।
এই কেন্দ্র প্রতিষ্ঠা প্রাদেশিক রাজধানীর প্রধান পাবলিক সাংস্কৃতিক প্রকল্পগুলোর অন্যতম।
শান্তা/শুভ