লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল
2024-10-01 19:20:14

অক্টোবর ১: হিজবুল্লাহ অবস্থানে আঘাত হানতে ১৮ বছর পর ইসরায়েল আজ (মঙ্গলবার) আবার লেবাননে স্থল হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী পরিকল্পনা অনুসারে ‘নর্দার্ন অ্যারো অপারেশন’ চালাচ্ছে। তারা উত্তর লেবাননে প্রবেশ করে সরাসরি সেই অঞ্চলের হিজবুল্লাহ’র উপর আঘাত হানছে।

হিজবুল্লাহর উপ-সাধারণ সম্পাদক নাইম কাসিম এক ভিডিও ভাষণে বলেছেন, তারা লেবাননকে রক্ষা করবেন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন।

ইসরায়েলের স্থল অভিযানের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা ফোনালাপ করেছেন। দু’পক্ষ সতর্ক করেছে যে, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালায়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করবে দেশটি।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)