বৃহত্তর জাতীয় অর্জন, মানবজাতির শান্তি ও উন্নয়নে অবদান রাখার আহ্বান জানালেন প্রেসিডেন্ট সি
2024-10-01 17:03:26

অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন এবং মানবজাতির শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে আরও বেশি অবদান রাখার জন্য চীনের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি, বেইজিংয়ের মহাগণভবনে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেন।

পহেলা অক্টোবর চীনের জাতীয় দিবসের প্রাক্কালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চাও লেচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েসিয়াং, লি সি, এবং হান চেংসহ জাতীয় নেতৃবৃন্দ, তিনহাজারের বেশি চীনা ও বিদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তার ভাষণে, সি চিনপিং, সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদের পক্ষ থেকে, প্রথমে চীনের সমস্ত জাতিগোষ্ঠীর জনগণকে, চীনা গণমুক্তি বাহিনী এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের অফিসার ও সৈন্যদের প্রতি উচ্চ শ্রদ্ধা নিবেদন করেন, এবং অন্যান্য রাজনৈতিক দল ও ব্যক্তিত্বদের প্রতি শুভেচ্ছা জানান।

সি, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং এবং ম্যাকাও এবং তাইওয়ানের পাশাপাশি প্রবাসী চীনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি বন্ধু দেশ এবং আন্তর্জাতিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা চীনের এর উন্নয়নের বিষয়ে যত্নবান এবং সমর্থন করেন।

সি বলেন, নতুন যুগে নতুন যাত্রায়, পার্টি এবং দেশের কেন্দ্রীয় কাজ চীনকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা এবং চীনা আধুনিকীকরণ অনুসরণ করে সমস্ত ফ্রন্টে জাতীয় পুনর্জাগরণ অর্জন করা।  তিনি জোর দিয়ে বলেন, এই নজিরবিহীন মহান উদ্দেশ্যকে স্থিরভাবে এগিয়ে নিয়ে যাওয়াই হল পিআরসি-এর বার্ষিকী উদযাপনের সর্বোত্তম উপায়।

সি আরও বলেন, চীনা আধুনিকীকরণকে এগিয়ে নিতে, সার্বিক নেতৃত্বের অনুশীলন এবং সব পক্ষের প্রচেষ্টার সমন্বয় সাধনে সর্বদা পার্টির মূল ভূমিকাকে সমুন্নত রাখা, চীনা বৈশিষ্ট্যসহ সমাজতন্ত্রের পথ অনুসরণ করা, বোর্ড জুড়ে সংস্কারকে গভীর করা এবং প্রসারিত করা অপরিহার্য।

সমস্ত দেশের মানুষ একই পৃথিবীতে বাস করে এবং একটি অভিন্ন ভবিষ্যত শেয়ার করে এ কথা উল্লেখ করে মানবজাতির জন্য একটি অংশীদারিত্বমূলক ভবিষ্যতসহ একটি অভিন্ন সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা চালানোর আহ্বান জানান সি চিনপিং।

 

শান্তা/ফয়সল