বেইজিংয়ে পর্যটকদের সহায়তা করছেন বিদেশি স্বেচ্ছাসেবকরা
2024-10-01 17:08:02

অক্টোবর ০১, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় দিবসের ছুটিতে বেইজিংয়ে সম্প্রতি দেখা গেল একদল বিদেশি স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক পর্যটকদের নানা ধরনের সহায়তা দিচ্ছেন। স্থানীয় সংস্কৃতি, খাবার এবং ঘুরে বেড়ানোর আকর্ষণীয় এলাকা সম্পর্কে বিদেশি পর্যটকদের জানাচ্ছেন তারা।

২০২৩ সালের মে’তে প্রতিষ্ঠিত সানলিতুন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক পরিষেবা দলটি ইথিওপিয়া, লাওস, ব্রাজিল, ভারত ও ভিয়েতনামের ২৫ স্বেচ্ছাসেবক নিয়ে গঠিত।

বিশেষ করে ভাষা নিয়ে যাতে তাদের সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর দিচ্ছেন এই বিদেশি স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবকরা বেইজিংয়ে বিদেশি দর্শকদের স্বাগত জানানো ও নানা বিষয় সম্পর্কে অবহিত করার ব্যাপারেও ভূমিকা রাখছেন।

বিশেষ করে কোথায় কোন ধরনের খাবার পাওয়া যাবে, কোথায় বিনোদন কেন্দ্র রয়েছে এবং কীভাবে থিয়ানআনমেন স্কোয়ারে যাওয়া যাবে, এসবই জানতে চাচ্ছেন বিদেশি পর্যটকরা।

চীনের প্রতি প্রতিনিয়ত আন্তর্জাতিক দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। তাই চীন সরকার ৩৭টি বন্দর ও ৫৪টি দেশের সঙ্গে ১৪৪ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট নীতি সম্প্রসারণ করেছে।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসন সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটিতে সীমানায় দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানে আগের বছরের চেয়ে সাড়ে ১৮ শতাংশ বেড়েছে।

এবারের জাতীয় দিবসের ছুটিতে চীনে প্রতিদিন গড়ে সাড়ে ১৭ লাখ পর্যটক আসছেন, যে কারণে চলতি সপ্তাহটিকে বলা হচ্ছে ‘সোনালি সপ্তাহ’।

ফয়সল/শান্তা