বেইজিং-হংকং এবং সাংহাই-হংকং দ্রুত গতির ট্রেনে স্মার্ট স্লিপিং পরিষেবা চালু
2024-10-01 19:52:21

অক্টোবর ১: হংকং ওয়েস্ট চিউলুং স্টেশন থেকে বেইজিং ওয়েস্ট রেলওয়ে স্টেশন এবং সাংহাই হংছিয়াও স্টেশনের মধ্যে দ্রুত-গতির ট্রেনগুলোকে সম্পূর্ণরূপে ‘ফুশিং’ বুদ্ধিমান চলন্ত এবং ঘুমন্ত ট্রেনে উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে দেশে প্রথমবার ‘ফুশিং’ ট্রেনে স্লিপার পরিষেবা দেওয়া হলো। হংকং ওয়েস্ট চিউলুং স্টেশন থেকে বেইজিং পশ্চিম রেলওয়ে স্টেশন পর্যন্ত জি৮৯৮ উত্তরগামী ট্রেনটি ৩০ সেপ্টেম্বর যোগ করা হয়েছে।

জানা গেছে যে ‘ফুশিং’ স্মার্ট স্লিপার ট্রেনটি চালু হওয়ার পরে, ‘সন্ধ্যায় রওনা হওয়া এবং সকালে পৌঁছানোর’ সুবিধা ছাড়াও যাত্রীরা উন্নত সুবিধা এবং পরিষেবা উপভোগ করবেন। এতে ভ্রমণের সময় কমানো হয়েছে, পথের স্টপেজ অপ্টিমাইজ করা হয়েছে, এবং হংকং থেকে প্রস্থানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে, যা আন্তঃসীমান্ত যাত্রীদের আরও নমনীয়, এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করে।

এ ছাড়াও, হংকং ওয়েস্ট চিউলুং এবং সাংহাই হংছিয়াও স্টেশনের মধ্যে ট্রিপগুলো নতুন স্টপ হিসেবে নিংবো স্টেশনকে যুক্ত করবে। এতে করে দ্রুতগতির রেলের হংকং বিভাগে সরাসরি স্টেশনের সংখ্যা ৮০টি হবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)