অক্টোবর ১, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ থেকে মাতৃভূমির প্রতি ভালোবাসা জানালেন চীনের নভোচারীরা।
চীনের স্পেস স্টেশনে থাকা শেনচৌ ১৮ নভোচারীরা মঙ্গলবার চীনের জাতীয় দিবস উদযাপনের আন্তরিক বার্তায় তাদের মাতৃভূমি এবং দেশের মহাকাশ শিল্প উভয়ের সমৃদ্ধির জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রু সদস্য ইয়ে কুয়াংফু, লি ছোং এবং লি কুয়াংসু পাঁচ মাসেরও বেশি সময় ধরে মহাকাশে অবস্থান করছেন এবং এই মাসের শেষের দিকে তাদের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
লি কুয়াংসু বলেন, ‘আমি খুব খুশি বোধ করছি। আমরা পাঁচ মাসেরও বেশি সময় ধরে মহাকাশে কাজ করেছি, এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিজ্ঞান-প্রযুক্তি কর্মীদের যারা দিনরাত তাদের কাজে লেগে আছেন। আপনাদের কাজ এবং সতর্কতার কারণে, আমরা স্পেস স্টেশনে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করতে এবং বসবাস করতে পারছি।”
আরেকজন শেনচৌ ক্রু সদস্য লি ছোং বলেন, "আমি নিজেবে ভাগ্যবান মনে করি, যেহেতু আমরা একটি মহান নতুন যুগে বাস করছি। মহাকাশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের মাতৃভূমির জন্য কাজ সম্পাদন করা আমাদের লক্ষ্য এবং দায়িত্ব। আমরা মাতৃভূমি এবং জনগণের আস্থার মধ্যে বেঁচে থাকব, এবং কাজটি সফলভাবে এবং দক্ষতার সাথে সম্পূর্ণ করবো।,”
শেনচৌ ১৮ মিশন কমান্ডার ইয়ে কুয়াংফু বলেন, "আমি খুব গৌরব বোধ করছি। চীনের মহাকাশ স্টেশনটি বিভিন্ন প্রজন্মের মহাকাশ পেশাদারদের এবং চীনের কৌশলগত উদীয়মান শিল্পের ক্রমাগত প্রচেষ্টার কৃতিত্বের প্রতিনিধিত্ব করে। এটি চীনের আধুনিকীকরণের সাফল্যের একটি প্রতিকৃতি এবং নতুন যুগে চীনের শক্তিকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে। অভিনন্দন নতুন যুগে চীনের ক্রমবর্ধমান মহাকাশ শিল্পের জন্য!"
চীন ২৫ এপ্রিল শেনচৌ ১৮ মানববাহী মহাকাশযানে তিন মহাকাশচারীকে ছয় মাসের মিশনের জন্য তার মহাকাশ স্টেশনে পাঠায়।
শান্তা/ফয়সল