প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের টেলিকম খাত
2024-10-01 19:38:03

অক্টোবর ০১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম আট মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি ছিল চীনের টেলিযোগাযোগ শিল্পখাতে। সম্প্রতি সরকারি তথ্যে এমনটা দেখা গেছে।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তির মন্ত্রণালয়ের মতে, জানুয়ারি-আগস্টে টেলিযোগাযোগ পরিষেবাগুলোর মোট আয় ১ দশমিক ১৭ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ বেশি।

এই সময়ের মধ্যে, বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেট অব থিংসের মতো উদীয়মান খাতগুলোই শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে।

চায়না টেলিকম, চায়না মোবাইল এবং চায়না ইউনিকম—এ তিন প্রতিষ্ঠানের রাজস্ব আগের বছরের চেয়ে সাড়ে ১০ শতাংশ বেড়ে ২৮৯ দশমিক ৭  বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটা থেকে আয় গত বছরের আট মাসের চেয়ে যথাক্রমে ১২ দশমিক ৩ ও ৬১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

ফয়সল/শান্তা