অক্টোবর ১: চীন ৭৬ হাজারেরও বেশি স্থল-ভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, ২৭টি জাতীয় জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র ও ৮টি জাতীয় বায়ুমণ্ডলীয় পটভূমি স্টেশন নির্মাণ করেছে, যা সারাদেশের শহর ও গ্রাম এবং জলবায়ুর গুরুত্বপূর্ণ এলাকা কভার করেছে। চীনা আবহাওয়া ব্যুরো সম্প্রতি এ তথ্য জানায়।
চীনা আবহাওয়া ব্যুরোর উপ-পরিচালক পি পাও কুই বলেন, বর্তমান চীন স্থল-ভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, দ্বীপ স্টেশন, উচ্চ-আকাশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, উচ্চ-আকাশ বৃহৎ ড্রোন, আবহাওয়া রাডার ও অন-অরবিট আবহাওয়া উপগ্রহ গঠিত সার্বিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এই ব্যবস্থা ৪৩ মিনিট আগে গুরুতর আবহাওয়ার সতর্কতা দিতে পারে, ২৪ ঘণ্টায় ৬২ কিলোমিটারের মধ্যে টাইফুনের ট্র্যাক রুটের পূর্বাভাস ত্রুটি, আর ৬ মাস আগে বৈশ্বিক জলবায়ু অস্বাভাবিক পরিস্থিতি পূর্বাভাস করতে পারে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)