চীন-যুক্তরাষ্ট্র স্বাস্থ্য বিভাগ সংলাপ বাড়াতে সম্মত
2024-10-01 17:07:13

অক্টোবর ০১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা ও মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা ওয়াশিংটনে তাদের সাম্প্রতিক আলোচনার সময় যোগাযোগ জোরদার করার পাশাপাশি প্রযুক্তিগত সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক সমন্বয় উন্নত করতে সম্মত হয়েছেন।

২০১৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর এটি।

সফরে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান ছাও সুয়েথাও বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা জোরদার করা হলে তা উভয় জাতি ও বিশ্বের উপকারে আসবে।

ছাও আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিগত যোগাযোগ এবং অবস্থানের সমন্বয় বাড়াতে এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা, বার্ধক্যজনিত সমস্যা এবং চিকিৎসা গবেষণায় সহযোগিতা করতে ইচ্ছুক চীন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ও হিউম্যান সার্ভিসেস বিভাগের ডেপুটি সেক্রেটারি আন্দ্রেয়া পাম বলেছেন, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতা বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশাবাদ ব্যক্ত করে পাম বলেন, তিনি ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, দীর্ঘস্থায়ী রোগ, বার্ধক্যজনিত সমস্যা, জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা, পুষ্টি এবং জীবাণুরোধী প্রতিরোধ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান আরও গভীর করার অপেক্ষায় রয়েছেন।

সফরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও কেন্দ্রগুলোর পরিচালক এবং ন্যাশনাল একাডেমি অফ মেডিসিনের প্রধানের সঙ্গে মতবিনিময় করেন।

ফয়সল/শান্তা