চীন ও মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সংলাপ জোরদার করতে সম্মত
2024-10-01 17:40:09

অক্টোবর ১: চীন ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সম্প্রতি ওয়াশিংটনে আলোচনা করেছে। উভয়পক্ষ প্রাতিষ্ঠানিক সংলাপ এবং মাল্টি-চ্যানেল যোগাযোগ জোরদার করতে, প্রযুক্তিগত সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক সমন্বয় জোরদার করতে সম্মত হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক ছাও শুয়ে থাও বৈঠকে বলেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য অংশীদারিত্ব জোরদার করা দুই দেশের জনগণের স্বাস্থ্য এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ও মঙ্গল রক্ষার জন্য সহায়ক। চীন, যুক্তরাষ্ট্রের সাথে নীতিগত যোগাযোগ এবং অবস্থান সমন্বয় জোরদার করতে ইচ্ছুক এবং ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, দীর্ঘস্থায়ী রোগ, বয়স্ক মানুষ এবং চিকিত্সা গবেষণার মতো ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে ইচ্ছুক।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা দপ্তরের ডেপুটি সেক্রেটারি পাম বলেছেন যে বিশ্বের বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতা বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আশা করা যায় যে দুই দেশ ক্যান্সার প্রতিরোধ ও চিকিত্সা, দীর্ঘস্থায়ী রোগ, বয়স্ক মানুষ, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, পুষ্টি এবং জীবাণুরোধী প্রতিরোধের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে গভীর করবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)